২৬ মার্চ, ২০১৭ ০৬:২৫

সিলেটে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৫, আহত ২০

অনলাইন ডেস্ক

সিলেটে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৫, আহত ২০

সংগৃহীত ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় আধঘণ্টার ব্যবধানে জঙ্গিদের দু'টি বোমা বিস্ফোরণে পুলিশের দুই কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আহত হয়েছেন র‌্যাব ও পুলিশের তিন কর্মকর্তাসহ অন্তত ২০ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা ও ৭টায় দক্ষিণ সুরমার গোটাটিকর দাখিল মাদ্রাসার সামনে বোমা দুইটির বিস্ফোরণ এ হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।

এর প্রায় আড়াইশত গজ দূরে শিববাড়িস্থ আতিয়া মহল নামক ভবনে অবস্থান করছে জঙ্গি সদস্যরা। তাদেরকে আটক করতে শনিবার দিনভর সেখানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর সদস্যরা। এ সময় তারা ভবনটিতে আটকা পড়া ৭৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

নিহতরা হলেন জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালত পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার, স্থানীয় ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম, নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাটের সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম আওলাদ হোসেনের ছেলে ও ছাত্রলীগ কর্মী ওয়াহিদুল ইসলাম অপু ও নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৩৮)।

বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর