২৬ মার্চ, ২০১৭ ১৭:৫০

বোমা হামলায় আহত ২৬ জন ওসমানীতে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

বোমা হামলায় আহত ২৬ জন ওসমানীতে চিকিৎসাধীন

দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলে জঙ্গি আস্তানার অদূরে বোমা হামলায় আহত হওয়া ২৬ জন এখনও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তারা শংকামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ঘটনার পরে ৫০ জনকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। তন্মধ্যে চার জন ছিলেন মৃত। রাতেই র‌্যাব কর্মকর্তা লে. কর্ণেল আবুল কালাম আজাদকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বাকি ৪৫ জনের মধ্যে দু'জন পরে মারা গেছেন।

বর্তমানে হাসপাতালে ২৬ জন চিকিৎসাধীন আছেন জানিয়ে মাহবুবুল হক বলেন, ১৭ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

তিনি বলেন, ঘটনার পরেই হাসপাতালের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীর ছুটি বাতিল করা হয়। দ্রুততম সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করায় আর কোনো প্রাণহানি ঘটেনি।

এদিকে, নিহত ছয় জনের মধ্যে তিন জনের ময়নাতদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক। তন্মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নিহত বাকি তিন জনের ময়নাতদন্ত অপেক্ষমান।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর