২৭ মার্চ, ২০১৭ ২০:০৪

হজযাত্রীদের নিবন্ধন শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক

হজযাত্রীদের নিবন্ধন শুরু মঙ্গলবার

ফাইল ছবি

হজ প্যাকেজ ২০১৭ অনুযায়ী হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া মঙ্গলবার (২৮ মার্চ) শুরু হবে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। আজ সোমবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করতে চান তাদেরকে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় নির্ধারিত টাকা জমা দিতে বলা হয়েছে। 

হজ প্যাকেজ-১ এবং হজ প্যাকেজ-২-এর আওতাধীন হজযাত্রীদের যথাক্রমে ৩ লাখ ৫৩ হাজার ৫০৮ টাকা এবং ২ লাখ ৯১ হাজার ৩৫৫ টাকা ঢাকায় সোনালী ব্যাংক লিমিটেডের মতিঝিলস্থ স্থানীয় শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাব নম্বর- ০০০২৩৩০০৯০৮-এ জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

ই-হজ ব্যবস্থাপনার সমন্বয়ের স্বার্থে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিজ নিজ পাসপোর্ট স্ক্যান করে তাদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে বলা হয়েছে। 

বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৭/এনায়েত করিম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর