২৯ মার্চ, ২০১৭ ১৫:৩৮

এরশাদের আপিল শুনানি বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

এরশাদের আপিল শুনানি বৃহস্পতিবার

দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও সরকারের তিনটি আপিলের উপর শুনানি শুরুর জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীস্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। 

আদালতে এরশাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

একটি দুর্নীতির মামলায় বিচারিক আদালত এরশাদকে তিন বছরের দণ্ড দিয়েছিলেন। এই সাজার রায় বাতিলের জন্য হাইকোর্টে আপিল করেন তিনি। অপরদিকে তৎকালীন সরকার নিন্ম আদালতের দেয়া সাজা বৃদ্ধির জন্য দুটি আপিল করে। তিনটি আপিলই দুই যুগ ধরে বিচারাধীন। 

এরশাদের আপিলের ওপর শুনানি গ্রহণ করে গত বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রায় হয়নি। হাইকোর্ট বলেন, মামলার নথিপত্রে দেখা যাচ্ছে যে, ১৯৯২ সালেই সাজা বৃদ্ধির জন্য সরকার দুটি আপিল করেছিল। একটি রায় থেকে তিনটি আপিলের উদ্ভব হয়েছে। এগুলোর একসঙ্গে শুনানি হওয়া উচিত। এ অবস্থায় ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় আদেশের জন্য তিনটি আপিলসহ মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলো।

বিডি প্রতিদিন/২৯ মার্চ ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর