২৯ মার্চ, ২০১৭ ২১:৪৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা পাঠ্যক্রমভুক্ত করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা পাঠ্যক্রমভুক্ত করার সুপারিশ

প্রতীকী ছবি

বেসরকারী শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির নীতিমালা দেখতে চেয়েছে সংসদীয় কমিটি। নীতিমালা নিয়ে শিক্ষক কর্মচারীদের মধ্যে কোন ক্ষোভ সঞ্চারিত হওয়ার আগেই কমিটি নীতিমালাটি পর্যালোচনা করতে চায়। এজন্য ইতোমধ্যে প্রণীত নীতিমালাটি দ্রুত কমিটিকে সরবরাহ করার সুপারিশ করা হয়েছে। 

একইসঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকেই সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা পাঠ্যক্রমভুক্ত করার সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মো. আফছারুল আমীন। 

কমিটি সদস্য জাহাঙ্গীর কবীর নানক, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহাঃ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠমোগত উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে বুয়েটের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া আই. সি. টি. রিসোর্স সেন্টার স্থাপন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ঢাকা মহানগরীর থানাগুলোকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে কমিটি।

বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর