Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ২১ এপ্রিল, ২০১৭ ১৯:৪১ অনলাইন ভার্সন
আপডেট :
'ইসলামের সাথে জঙ্গি ও সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই'
টঙ্গী প্রতিনিধি

'ইসলামের সাথে জঙ্গি ও সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই'

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, "ইসলামের সাথে জঙ্গি ও সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই। ইসলাম মানুষকে জবাই ও বোমা মেরে হত্যায় সমর্থন করে না।

শুক্রবার সকালে উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গি দমন উপলক্ষে আলেম-ওলামা সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি, খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি । এতে আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এম. এ করিম প্রমুখ।  

 

বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪

আপনার মন্তব্য

up-arrow