২৫ এপ্রিল, ২০১৭ ১৭:৩২

গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাস

অনলাইন ডেস্ক

গড় আয়ু বেড়ে ৭১ বছর ৬ মাস

সংগৃহীত ছবি

দেশের মানুষের গড় আয়ু শূন্য দশমিক ৭ বছর বেড়ে হয়েছে ৭১ দশমিক ৬ বছর। গত বছর ছিল ৭০ দশমিক ৯ বছর।

মঙ্গলবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) তথ্য মতে দেশের মানুষের গড় আয়ু ৭১.৬ বছর। এর মধ্যে পুরুষের গড় বয়স ৭০ দশমিক ৩ বছর এবং নারীদের ৭২ দশমিক ৯ বছর নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, বিশ্বে বর্তমানে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস। সে তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি। এটি আমাদের জন্য ইতিবাচক।

বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর