২৫ এপ্রিল, ২০১৭ ২০:১০

এ অর্জন আমার নয়, এটি বাংলাদেশের : সায়েম সোবহান

অনলাইন প্রতিবেদক

এ অর্জন আমার নয়, এটি বাংলাদেশের : সায়েম সোবহান

'দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭' সম্মাননা অর্জন প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেছেন, এ অর্জন শুধু আমার নয়, এটি বাংলাদেশের অর্জন।  

মিডিয়া ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭' সম্মননায় ভূষিত হওয়ায় মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সায়েম সোবহান আনভীরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে সায়েম সোবহান আনভীর আরও বলেন, এ পুরস্কার, এ অর্জন আমার জন্য নয়, এ পুরস্কার ইস্ট ওয়েস্ট মিডিয়ার। আপনাদের সবার জন্যই এ পুরস্কার পাওয়া সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠর নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সান এর ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আবু তৈয়ব, বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন উপদেষ্টা এনামুল হক শামীম, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদি মালেক সজীবসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিক।

প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। দাদাসাহেব ফালকের পুরো নাম ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। তাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়ে থাকে। 

বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর