২৬ এপ্রিল, ২০১৭ ১৬:২৯

পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতিসংঘে যান : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতিসংঘে যান : মির্জা ফখরুল

ফাইল ছবি

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদের প্রকাশনা উৎসব ও ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ''আজকে হাওরের পানির ঢল নেমে আসছে। কোথা থেকে আসছে? উজান থেকে আসছে। ভারত উজানে বাঁধ দিয়েছে। এখানে কোনো বাঁধ দেয়ার ব্যবস্থা নেই। কোনো প্রকল্প নেই আমাদের। যখন প্রবল বৃষ্টি হয় তখন তারা পানি ছেড়ে দেয়। আমরা তলিয়ে যাই।''

''এটা তো হতে পারে না। অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন আছে। এর জন্য প্রয়োজনে জাতিসংঘে যান। যাতে করে আমরা আমাদের ন্যায্য হিস্যা পেতে পারি।''

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পাওনার কথা বললেই ভারতবিরোধী হয়ে গেলাম। আমরা কখনোই ভারতবিরোধী নই, ভারতের জনগণের বিরুদ্ধে নই। সেটা আমার অধিকার যদি হরণ করে না হয়।’

তিনি বলেন, ‘আমাদের নেতৃত্ব যদি আমাদের অধিকার রক্ষা করতে না পারে, তাহলে অবশ্যই আমরা সমালোচনা করবো। যারা সরকারে আছেন তাদের দায়িত্ব আমাদের স্বার্থ রক্ষা করা। তারা সেই স্বার্থ রক্ষা করতে পারেননি। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার্থে এই সরকার ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ''আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। অন্য কোনো মাধ্যমে নয়। কিন্তু সে নির্বাচন দেয়ার জন্য তো ক্ষেত্র তৈরি করতে হবে। সেই নির্বাচন করার জন্য আমাকে জায়গা দিতে হবে।''

আয়োজক পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন জিমির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইব্রাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর