২৮ এপ্রিল, ২০১৭ ১৬:০৩
অপারেশন ঈগল হান্ট

তিন জঙ্গির লাশ চেনা যাচ্ছে না : পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

তিন জঙ্গির লাশ চেনা যাচ্ছে না : পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে চার জঙ্গির মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চার জঙ্গির তিনজনকে চেনা যাচ্ছে না। চার জঙ্গির মধ্যে দুইজনের লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে। 

শুধু আবুর চেহারা অক্ষত ছিল। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো রংয়ের গেঞ্জি। বেলা ১২টার দিকে লাশগুলো উদ্ধার করা হয় এবং বেলা দেড়টার দিকে দু’টি অ্যাম্বুলেন্সে করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

জঙ্গি আস্তানাটি থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা একটা সুইসাইড ভেস্ট ও একটা পিস্তল উদ্ধার করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর-ত্রিমোহনী গ্রামে নব্য জেএমবির ‘জঙ্গি আস্তানায়’ গত বুধবার অভিযান শুরু হয়। প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় সমাপ্ত ঘোষণা করা হয় শুরু হওয়া সোয়াতের অপারেশন ঈগল হান্ট। সোয়াতের অপারেশন চলাকালে নিজেদের বোমা বিস্ফোরণে রফিকুল ইসলাম আবু ওরফে আবুল কালাম আজাদ ওরফে আবুসহ চারজন নিহত হন।  

 

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর