১ মে, ২০১৭ ১২:২৫

'আওয়ামী লীগের আমলে শ্রমিকের বেতন বাড়ে, বিএনপি এলে রক্ত ঝরে'

অনলাইন ডেস্ক

'আওয়ামী লীগের আমলে শ্রমিকের বেতন বাড়ে, বিএনপি এলে রক্ত ঝরে'

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রমিকের বেতন বাড়ে, সুযোগ-সুবিধা বাড়ে। আর বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকের পেটে লাথি পড়ে, শ্রমিকের রক্ত ঝরে।’

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত জমায়েত ও র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শ্রমিক নিরাপদে থাকে। বিএনপি ক্ষমতায় এলে হাওয়া ভবন হয়, খোয়াব ভবন হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে খোয়াব ভবনে বসে তারা খোয়াব দেখছে। হাওয়া ভবনে বসে তারা আরেকটি হাওয়া ভবনের স্বপ্ন দেখছে।’

সড়ক দুর্ঘটনার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, দেশে সড়ক দুর্ঘটনার জন্য অতিরিক্ত শ্রমই দায়ী। চালকদের আট ঘণ্টা শ্রম নিশ্চিত করতে হবে যাতে তারা ঠান্ডা মাথায় গাড়ি চালাতে পারে। এতে অনেক দুর্ঘটনাও কমে আসবে।

আয়োজক সংগঠনের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর