২২ মে, ২০১৭ ১৪:৩৬

৯০ দিনের মধ্যে ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার নির্দেশ

অনলাইন ডেস্ক

৯০ দিনের মধ্যে ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় খাগড়াছড়ি ও রাঙ্গাম‍াটিসহ সারা দেশের সকল স্থাপনা থেকে চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম আগামী ৯০ দিনের মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে পৃথক রিট আবেদন করেন রাঙ্গামাটির বাসিন্দা বদিউজ্জামান সওদাগর ও খাগড়াছড়ির হেলাল উদ্দিন। রিট আবেদনে মুক্তিযোদ্ধা সচিব, এলজিআরডি সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এদিন আদালতের নির্দেশে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় বিভিন্ন স্থাপনা থেকে চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম ৯০ দিনের মধ্যে মুছে ফেলে অন্য কারো নামে নামকরণ করতে হবে।

চাকমাদের ৫০তম রাজা ত্রিদিব রায়ের নাম ১৯৭২ সালের দালাল আইনে অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ৭৯ বছর বয়সে ২০১২ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যু পর্যন্ত তিনি পাকিস্তানে ছিলেন।

বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর