২২ মে, ২০১৭ ১৫:০৮

বাণিজ্যিকভাবে কলকাতা-ঢাকা বাস চলাচল শুরু

দীপক দেবনাথ, কলকাতা:

বাণিজ্যিকভাবে কলকাতা-ঢাকা বাস চলাচল শুরু

প্রতীকী ছবি

কলকাতা-ঢাকা ভায়া যশোর, খুলনা  রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। সোমবার সকালে বাণিজ্যিকভাবে এই রুটে বাস চলাচল শুরু হয়। এদিন সকালে ২৫ জন যাত্রী নিয়ে কলকাতার কাছেই সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে এই বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

পশ্চিমবঙ্গ পরিবহন নিগম থেকে জানানো হয়েছে, কলকাতা থেকে ঢাকা পর্যন্ত বাসযাত্রায় সময় লাগবে আনুমানিক ১৩ ঘন্টা। ঢাকা পর্যন্ত বাসের ভাড়া ১৪০০ রুপি, খুলনা পর্যন্ত বাসের ভাড়া ৮০০ রুপি। করুনাময়ী বাস টার্মিনাল থেকে পরিষেবা প্রদানকারী শ্যামলী পরিবহনের এই বাসটি (কলকাতা-ঢাকা) ছাড়বে সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার। 

অন্যদিকে, ঢাকার কমলাপুর বাসষ্ট্যান্ড থেকেও একই রুটের বিআরটিসির বাস ছাড়বে সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার। শ্যামলি পরিবহনের কর্মকর্তা অবনী কুমার ঘোষ জানান, ৪৫ সিটের এই বাসগুলিতে থাকবে জিপিএস-সহ আধুনিক প্রযুক্তি।

উল্লেখ্য, গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরেই এই রুটের ট্রায়াল রান হয়েছিল।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর