২৪ মে, ২০১৭ ১৩:২৬

ঈদে ঘরমুখোদের জন্য ৯০০ বাস থাকবে

অনলাইন ডেস্ক

ঈদে ঘরমুখোদের জন্য ৯০০ বাস থাকবে

ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সেবা দিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ৯০০টি গাড়ি থাকবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, গাড়িগুলোর মধ্যে ৪৬৪টি বিভিন্ন জেলা-উপজেলায় যাতায়াত করবে। এছাড়া ৫০টি গাড়ি ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে থাকবে।

এবার ঈদের এক সপ্তাহ আগে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলেও জানান তিনি। 

বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর