২৫ মে, ২০১৭ ১৭:০৯

শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: নসরুল হামিদ

অনলাইন ডেস্ক

শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: নসরুল হামিদ

ফাইল ছবি

শনিবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

রমজান মাসে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সারাদেশে সিএসজি স্টেশন বন্ধ থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক ছোঁয়ায় গত ৮ ডিসেম্বর হাতিরঝিলে রঙিন বাতি জ্বালিয়ে আলোর উৎসব করা হয়। তবে এখন চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান হচ্ছে না।

গতকাল বুধবার সর্বোচ্চ ৯ হাজার ৭০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৮৬৪৮ মেগাওয়াট সর্বোচ্চ উপাদনের আভাস দিয়েছে পিডিবি। সে হিসাবে ঘাটতি এক হাজার ৫২ মেগাওয়াট, আর লোডশেডিংয়ের আভাস রয়েছে ৯৭৯ মেগাওয়াটের।

বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর