২৭ মে, ২০১৭ ১৫:৫২

সাভারে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, সুইসাইডাল ভেস্ট উদ্ধার

অনলাইন ডেস্ক


সাভারে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, সুইসাইডাল ভেস্ট উদ্ধার

ফাইল ছবি

ঢাকার সাভারের মধ্যগ্যান্ডা এলাকার জঙ্গি আস্তানায় শেষ হয়েছে অভিযান। আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইডাল ভেস্ট ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ৩টার দিকে এই অভিযান শেষ হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল। এরপর ওই বাড়িতে অভিযান শুরু করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, জঙ্গি আস্তানায় অভিযান শেষ করা হয়েছে। ওই আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট, গ্রেনেড তৈরির কয়েক হাজার ব্যাটারি, সালফিউরিক অ্যাসিড ও গানপাউডার উদ্ধার করা হয়েছে।  

তিনি আরো জানান, ঢাকার পুলিশ সুপার (এসপি) এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও ঢাকা জেলা পুলিশ সাভারের মধ্যগ্যান্ডা এলাকার নির্মাণাধীন ছয়তলা এক বাড়ি ঘিরে ফেলে। এরপর সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে পৌঁছালে অভিযান শুরু করে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর