২৮ মে, ২০১৭ ০০:৩৮

অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন হচ্ছে ভাস্কর্যটি

অনলাইন ডেস্ক

অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন হচ্ছে ভাস্কর্যটি

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হচ্ছে। শনিবার রাত ১০টায় এই প্রতিস্থাপনের কাজ শুরু হয় বলে জানিয়েছেন ওই ভাস্কর্যের শিল্পী মৃনাল হক। তিনি এখন সেখানেই অবস্থান করছেন।

মৃনাল হক জানান, কয়েক জন শ্রমিক ভাস্কর্যটি পুন:স্থাপনের কাজ করছেন। আপাতত সেখানে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে সুপ্রিম কোর্টের মূল চত্বর থেকে ওই ভাস্কর্য সরানো হয়। এ সময় সুপ্রিম কোর্টের ফটকের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বেশ কিছুদিন ধরেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি অপসারণের দাবি জানিয়ে আসছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের এই দাবির নিন্দা জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বিডি প্রতিদিন/ ২৮মে, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর