২৯ মে, ২০১৭ ১৬:০৭

'ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে থাকছে ভিজিলেন্স টিম'

অনলাইন ডেস্ক

'ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে থাকছে ভিজিলেন্স টিম'

ফাইল ছবি

প্রতিবছরই ঈদের সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের ঘটনা ঘটে থাকে। তাই এবার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে উদ্যোগী  হচ্ছে সরকার। গঠন করা হবে ভিজিলেন্স টিমও। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) বৈঠকের পর সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'ঈদে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভিজিলেন্স টিম গঠন করা হবে। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী এলাকায় এ টিম তদারকি করবে বলে জানান তিনি। এই টিম যাত্রী ভোগান্তি আছে কি না, তাও দেখভাল করবে।'

মন্ত্রী বলেন, যানবাহন চলার সুবিধার্থে ঈদের আগের সাত দিন ও পরের সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।

এসময ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলবে না বলেও জানান মন্ত্রী। ঈদ পর্যন্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করা উচিত বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/ ২৯ মে, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর