২৯ মে, ২০১৭ ২৩:৪১

ভোর সাড়ে ৩টায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোরা’

অনলাইন ডেস্ক

ভোর সাড়ে ৩টায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোরা’

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোরা’ ক্রমেই বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। সোমবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এটি কক্সবাজার উপকূল থেকে মাত্র আড়াইশ’ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে ঘূর্ণিঝড় ‘মোরা’ শক্তিশালী আকার ধারণ করে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। খবর ওয়েদার ডটকম'র।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মোরা’র প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

 

বিডি প্রতিদিন/২৯ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর