৩০ মে, ২০১৭ ০০:১২
খবর বিডি নিউজের

ঘূর্ণিঝড় মোরা: ভিয়েনা থেকে সার্বক্ষণিক যোগাযোগে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় মোরা: ভিয়েনা থেকে সার্বক্ষণিক যোগাযোগে প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

ভিয়েনায় অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় মোরার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত নিয়ে আসা ঘূর্ণিঝড়টি মোকাবেলায় তিনি সংশ্লিষ্টদের নির্দেশও দিচ্ছেন বলে তার প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) ৬০ বছর পূর্তির সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে অস্ট্রিয়ার ভিয়েনায় রওনা হন শেখ হাসিনা। তার রওনা হওয়ার পর এই ঝড়ের জন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টায় সঙ্কেত ১০ নম্বরে উন্নীত হয়। এটি মঙ্গলবার সকালে উপকূলে আঘাত হানার কথা।

বাংলাদেশ সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভিয়েনায় পৌঁছে তার সফরকালীন আবাসস্থল ইম্পেরিয়াল হোটেলে যাওয়ার পরপরই ঝড়ের সতর্কতামূলক প্রস্তুতি নিয়ে দেশে কথা বলেন। প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিকদের বলেন, “ঝড়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ঝড় মোকাবেলায় প্রশাসনকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।”

সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন।


বিডি প্রতিদিন/২৯ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর