শিরোনাম
৩০ মে, ২০১৭ ১২:২৬

বাংলাদেশ অতিক্রম করে মণিপুরের দিকে 'মোরা'

অনলাইন ডেস্ক

বাংলাদেশ অতিক্রম করে মণিপুরের দিকে 'মোরা'

সংগৃহীত ছবি

বাংলাদেশ অতিক্রম করে ভারতের মণিপুরের দিকে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় 'মোরা'। এটি মনিপুরের দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে অধিকতর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। তবে মহাবিপদ সংকেত আরো কয়েক ঘণ্টা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে মঙ্গলবার বেলা সোয়া ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশের সমুদ্র উপকূল অতিক্রম করা শুরু করেছিল। এটা অতিক্রম করেছে। এবং ধীরে ধীরে এর শক্তি কমছে (দুর্বল হয়েছে পড়ছে)। সমুদ্র উপকূলীয় এলাকায় আরো চার পাঁচ ঘণ্টা আমরা হয়তো মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলব। তারপর স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলব।

ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি।

এদিকে, মোরার প্রভাবে জড়ো বাতাস ও ভারি বৃষ্টিতে কক্সবাজার উপকূলের বেশ কিছু ঘরবাড়ি ধসে গেছে। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে এবং গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত হয়েছে বহু এলাকা।

বিডি প্রতিদিন/৩০ মে ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর