২৩ জুন, ২০১৭ ০৮:৪৬

পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বাড়ছে

অনলাইন ডেস্ক

পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বাড়ছে

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। শুরু হয়েছে ঈদযাত্রা। আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও রেলস্টেশন মুখে যাত্রীদের উপচে ভিড় দেখা যাচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ছে।

ভোরে গাবতলী থেকে যেসব বাস ছেড়ে গেছে সেগুলো ধীরে ধীরে পাড় হচ্ছে।

ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ১৬টি ফেরি চলাচল করছে। যে কারণে তেমন যানজটে পড়তে হচ্ছে না এসব ঘরে ফেরা মানুষের। তবে সকাল ১০টা থেকে পাটুরিয়া ঘাটে যানজট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এ বিষয়ে পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, সকালে ঘাট এলাকা ফাঁকা থাকায় গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে না। তবে সকাল ১০টার পর গাড়ির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। তারপরেও ঘাট এলাকায় যানজট সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর