শিরোনাম
২৩ জুন, ২০১৭ ১৬:৩৪

শুধুমাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন: বেনজীর আহমেদ

অনলাইন ডেস্ক

শুধুমাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন: বেনজীর আহমেদ

ফাইল ছবি

জননিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ বিকেলে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

এসময় র‌্যাবের মহাপরিচালক বলেন, আমরা নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস স্থাপন করা হবে। এ কারণে মুসল্লিদের অনুরোধ করবো শুধুমাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন। 

তিনি আরো বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহসহ বাকি ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর