২৪ জুন, ২০১৭ ১৩:৩২

জাতীয় ঈদগাহে বজ্রপাত প্রতিরোধক স্থাপন

অনলাইন ডেস্ক

জাতীয় ঈদগাহে বজ্রপাত প্রতিরোধক স্থাপন

ফাইল ছবি

প্রতিকূল আবহাওয়ার কথা চিন্তা করে জাতীয় ঈদগাহ ময়দানে বজ্রপাত প্রতিরোধক স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

এসময় মেয়র আরো বলেন, চাঁদ দেখা কমিটির ঘোষণা সাপেক্ষে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তিনি জানান, প্রায় ৮৪ হাজার পুরুষ মুসল্লি ও পাঁচ হাজার নারী মুসল্লি একজোগে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। তাদের জন্য পর্যাপ্ত ওযু খানা, বিশুদ্ধ খাবার পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রাজধানীতে মোট ৫০০ ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলেও সাংবাদিকদের জানান মেয়র।

জানানো হয়, ঈদ উপলক্ষে প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় শুরু হবে। তবে যদি ঈদের দিন কোনো প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয় তাহলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। 

 
বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর