২৪ জুন, ২০১৭ ১৫:০৮

রংপুরে সড়ক দুর্ঘটনায় স্পিকারের শোক

অনলাইন ডেস্ক

রংপুরে সড়ক দুর্ঘটনায় স্পিকারের শোক

ফাইল ছবি

রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ জন প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। খবর বাসস।

আজ শনিবার এক শোকবাণীতে স্পিকার বলেন, রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৬ জন পোশাক শ্রমিকের প্রাণহানি ও আহতের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। এ মৃত্যু অপ্রত্যাশিত ও বেদনাদায়ক। স্পিকার হতাহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া রংপুরের হতাহতের ঘটনায় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, শনিবার ভোর ৬টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে গিয়ে ১৬ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। হতাহতরা সবাই গার্মমেন্টস কর্মী। প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করতেই তারা বাড়ি ফিরছিলেন। হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও পুলিশ জানিয়েছে তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলার কালীগগঞ্জ উপজেলায়।

বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর