২৫ জুন, ২০১৭ ১১:৩১

বাড়ি ভাঙাতে ক্ষুব্ধ মওদুদ

অনলাইন ডেস্ক

বাড়ি ভাঙাতে ক্ষুব্ধ মওদুদ

ফাইল ছবি

বাড়ির নকশায় রাজউকের অনুমোদন না থাকার অভিযোগে উচ্ছেদের ১৭ দিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িটি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মওদুদ।

তিনি বলেন, 'কে বলেছে বাড়ির নকশা নেই? আমার কাছে রাজউকের সই করা নকশা আছে। কথা হচ্ছে, মিথ্যাচারের সীমা থাকা দরকার।'

এর আগে আজ সকাল নয়টার দিকে রাজউক গুলশান–২ নম্বরের ১৫৯ বাড়িতে অভিযান শুরু করে। এ ব্যাপারে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান জানিয়েছেন, বাড়িটির নকশায় রাজউকের অনুমোদন নেই। তাই এটি ভাঙার কাজ হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জুন গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাসাটি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক।

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর