২৫ জুন, ২০১৭ ১৩:১৬

ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব নিম্ন আদালত

অনলাইন ডেস্ক

ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব নিম্ন আদালত

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের বেশিরভাগ অফিসে ছুটি চলছে। তবে  সারা দেশে ঈদুল ফিতরের ছুটির আমেজ চললেও ঢাকার নিম্ন আদালতসহ দেশের সব নিম্ন আদালত খোলা থাকবে বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ার কবির বাবুল বলেন, ঈদে সবার ছুটি থাকলেও কিছু বিচারক ও পুলিশ সদস্যের ছুটি নেই। তাদের নিয়মিত ছুটিতেও কাজ করে যেতে হবে। কারণ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আসামি গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠাতে হয়। সে কারণে যেকোনো বন্ধেই বিশেষ প্রক্রিয়ায় কিছু আদালত খোলা রাখতে হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। 

এছাড়াও ঢাকার নিম্ন আদালতের আইনজীবী মুনজুর আলম জানান, ঢাকার নিম্ন আদালত ঈদের বন্ধে খোলা থাকবে। নতুন গ্রেফতার হওয়া আসামিদের এ সময় আদালতে তোলা হবে। ফলে আইনজীবীরাও বন্ধের সময় আদালতে যাবেন।

 


বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর