২৫ জুন, ২০১৭ ১৮:৫৭

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

অনলাইন ডেস্ক

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

প্রতীকী ছবি

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল সোমবার পবিত্র ঈদুল ফিতর। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সারাদেশে ঈদ উদযাপিত হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

১৪৩৮ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক হয়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

অবশেষে কাঙ্ক্ষিত সেই চাঁদের দেখা মেলায় দেশবাসী মেতেছেন ঈদের আনন্দে। পাশাপাশি টিভি-রেডিওতে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুলের কালজয়ী সেই গানের সুর ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ...’। পাড়া-মহল্লার মসজিদ থেকে ভেসে আসছে 'ঈদ মোবারক' ধ্বনি।

অন্যদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, তুরস্ক সিঙ্গাপুর ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বেশ কয়েকটি জায়গায় ঈদ করেছেন অনেককে।

বিডি প্রতিদিন/২৫ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর