২৬ জুন, ২০১৭ ১০:১০

পায়েস-মুড়িতে কারাবন্দিদের ভিন্ন রকম ঈদ

অনলাইন ডেস্ক

পায়েস-মুড়িতে কারাবন্দিদের ভিন্ন রকম ঈদ

প্রতীকী ছবি

কেউ প্রিয়জনের জন্য নিয়ে আসেন পোলাও-মাংস, কেউ আবার সেমাই। কেউ নিয়ে আসেন নতুন কাপড়। প্রতি বছর দুই ঈদে কারাবন্দিদের জন্য আয়োজন করা হয় বিশেষ খাবারের। এবারো সেই বন্দোবস্ত ছিল।

প্রতিবছরের মতো এবারো দেশের ৬৮টি কারাগারে থাকছে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা। ঈদের দিন তিন বেলা ভালো খাবার খাওয়ার পাশাপাশি বন্দিদের জন্য বিনোদনের ব্যবস্থা ও খেলাধুলার সুযোগও থাকছে।  

কারা সূত্র জানায়, ঈদের দিন সকালে সব কারাগারে বন্দিদের নাশতায় থাকছে পায়েস-মুড়ি। এরপর সকালে ঈদের নামাজ কারাগারের ভেতরেই আদায় করতে পারবেন কারাবন্দিরা। দুপুরে বন্দিদের জন্য সাদাভাত, রুই মাছ আর আলুর দম থাকবে। 

রাতের বিশেষ আয়োজনে থাকবে পোলাও, গরু অথবা খাসির মাংস, ডিম, কোমল পানীয়, মিষ্টান্ন এবং পান-সুপারি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, ঈদ উপলক্ষে কারাবন্দিদের জন্য তিন বেলাই বিশেষ খাবাবের আয়োজন করা হয়েছে। বন্দিরা যেনো কারাগারের ভেতরেই ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য আমরা সকালে ঈদ জামাতের আয়োজনও করেছি। ঈদুল ফিতর উপলক্ষে কারাগারের ভেতরে সুসজ্জিত করা হয়েছে। 

বিডি প্রতিদিন/

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর