২৮ জুন, ২০১৭ ১৯:৩৮

বর্তমান পদ্ধতিতেই আরও দুই বছর ভ্যাট আদায়

অনলাইন ডেস্ক

বর্তমান পদ্ধতিতেই আরও দুই বছর ভ্যাট আদায়

সংগৃহীত ছবি

নতুন ভ্যাট আইন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর এর কার্যকারিতা আরও দুই বছরের জন্য স্থগিত করছে সরকার। ফলে বর্তমান পদ্ধতিতেই আরও দুই বছর ভ্যাট আদায় করবে সরকার।

বুধবার সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  'যেহেতু ভ্যাট নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, তাই এটা আগের মতোই থাকবে।'

এর আগে গত ১ জুন জাতীয় সংসদে সব পণ্য বিক্রির উপর ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কিন্তু পরবর্তী সাধারণ নির্বাচনের দুই বছর আগে এই ভ্যাট আইন কার্যকর না করতে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরাও আহ্বান জানান। বিরোধিতা আসে ব্যবসায়ী, জনসাধারণ, বিরোধী দল, প্রধান রাজনৈতিক দল এবং মন্ত্রিসভার সদস্যদের মধ্য থেকেও।

এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আগামী দুই বছরের জন্য বর্তমান পদ্ধতিতেই ভ্যাট আদায় বজায় রাখার কথা বললেন। ফলে ২০১২ সালে প্রণীত ভ্যাট আইনটি আওয়ামী লীগের বর্তমান সরকার আমলে আর কার্যকর হচ্ছে না।

বিডি প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর