শিরোনাম
২৮ জুন, ২০১৭ ২১:০৪

'ভিশন ২০২১ অর্জনের ক্ষেত্রে এই বাজেট মাইলফলক'

অনলাইন ডেস্ক

'ভিশন ২০২১ অর্জনের ক্ষেত্রে এই বাজেট মাইলফলক'

ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভিশন ২০২১ অর্জনের ক্ষেত্রে এই বছরের বাজেট একটি মাইলফলক। এ বাজেট জনগণের বাজেট। 

আজ বুধবার সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় সংসদের এই অধিবেশনে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট পাশ হচ্ছে। এই বাজেটের মাধ্যমে মেগা প্রকল্প বাস্তবায়িত হবে। 

তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এত অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন কেবল বাংলাদেশেই সম্ভব। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে।

এসময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর