২৯ জুন, ২০১৭ ১৩:০৭

'ব্যাংকিং খাতের বিপর্যয় দেশের অর্থনীতিকে ধ্বংস করে'

অনলাইন ডেস্ক

'ব্যাংকিং খাতের বিপর্যয় দেশের অর্থনীতিকে ধ্বংস করে'

ফাইল ছবি

ব্যাংকিং খাতের বিপর্যয় সারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সকালে সংসদে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

সংসদে ব্যাংকিং খাতে বরাদ্দকৃত অর্থ নিয়ে আনীত ছাটাই প্রস্তাবের জবাবে দিতে গিয়ে তিনি আরো বলেন, ব্যাংকিং খাতের কোনো ধরণের বিপর্যয় সারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। ব্যাংকিং খাতটা খুবই নাজুক। বলা হচ্ছে এই  খাতে অযথা ভর্ত‍ুকি দিচ্ছি। ব্যাংকিং খাতে যখনই কোনো অসুবিধা হয় তখনই আমরা পদক্ষেপ নেই। 

মন্ত্রী বলেন, ব্যাংকের পরিচালক সদস্য অবশ্যই দায়িত্বশীল আছেন। পারিবারিক সদস্যদের সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা বলা ঠিক হবে না। আইনটি বর্তমানে সংসদে বিবেচনায় আছে। সংসদীয় কমিটিতে সদস্যরা যে প্রস্তাব দেবেন সেখান থেকেই গ্রহণ  করা হবে। কাজেই  সিদ্ধান্ত হয়েছে বলা যাবে না। সিদ্ধান্তের অপেক্ষায় আছে।


বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর