১৯ জুলাই, ২০১৭ ১৯:১৭

২১ জুলাই আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক

২১ জুলাই আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা

প্রতীকী ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (MCQ) পরীক্ষা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বার কাউন্সিল সূত্র।

২১ জুলাই শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থান ও সময় পরীক্ষার্থীদের জানিয়ে দেবে বার কাউন্সিল কর্তৃপক্ষ। এখন প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে।

এছাড়া গত বছর বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির কোনো পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর প্রায় ৩১ হাজার ৩৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক এ পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ জুলাই। 

উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।  

বিডিপ্রতিদিন/ ১৯ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর