২১ জুলাই, ২০১৭ ১৮:০৩

'মামলা মোকাবেলার ভয়ে দেশ ছেড়েছেন বিএনপি নেত্রী'

ফরিদপুর প্রতিনিধি


'মামলা মোকাবেলার ভয়ে দেশ ছেড়েছেন বিএনপি নেত্রী'

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, "বিএনপি নেত্রী মামলা মোকাবেলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।" শুক্রবার ফরিদপুরে দুঃস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বেলা 

সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের কবি জসীম উদ্দীন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "যারা দেশকে ভালবাসে না তারা কিভাবে এই দেশের মানুষের সমর্থন পাবে। তার ছেলে তারেক জিয়ার সাত বছরের জেল হয়েছে, তিনিও জেল খাটার ভয়ে ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তারেক জিয়া দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত রয়েছে।" 

মন্ত্রী বলেন, "বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অল্প সময়ের মধ্যে উন্নত দেশে মর্যাদায় পৌঁছে যাবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে মারা যায়না,  সারের জন্য কৃষকের উপর গুলি চালানো হয় না।"
 
দেশে এখন সুষমভাবে উন্নয়ন হচ্ছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, "বিএনপি-জামায়াত নেত্রী বেগম জিয়া ক্ষমতা থাকা অবস্থায় দেশে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। যার কারেন দেশে অনেক ক্ষেত্রে পিছিয়ে গিয়ে ছিলো। শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর দেশকে পিছিয়ে পড়া থেকে এখন উন্নয়নের মহাসড়কে তুলেছেন।"

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজনৈতিক ভাবে শক্ত অবস্থানে রয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি নিন এবং বর্তমান সরকারকে পুণরায় নির্বাচিত করুন।নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা। বর্তমান নির্বাচন কমিশন সে দায়িত্ব সুচারু ভাবে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিধবা ভাতা চালু করা বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য কাজ। এছাড়া বন্ধ হয়ে যাওয়া কমিউিনিটি ক্লিনিক এই সরকার পুণরায় চালু করেছে। এর ফলে গ্রামে বসেই দেশের সাধারণ মানুষ অতি সহজে চিকিৎসা সেবা পচ্ছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতাসেম হোসেন বাবর, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসান।

পরে মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রনালয়ধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত তহবিল থেকে ফরিদপুর সদরের ১১ টি ইউনিয়নের ৮৬৬ জন বষস্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

 


 
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর