২৩ জুলাই, ২০১৭ ০৮:৩৯

সারাদেশে রবিবার মধ্যরাত থেকে নৌযান ধর্মঘট

অনলাইন ডেস্ক

সারাদেশে রবিবার মধ্যরাত থেকে নৌযান ধর্মঘট

ফাইল ছবি

২১ দফা দাবি আদায়ে সারাদেশে আজ রবিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।তবে ধর্মঘট না করতে এবং শ্রমিকদের দাবির ব্যাপারে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। 

দাবিগুলোর মধ্যে রয়েছে চলাচল উপযোগী বন্ধ তেলবাহী জাহাজ চালু, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, ডিজি শিপিং ও মেরিন কোর্টের হয়রানি বন্ধ, পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি বন্ধ, নৌ-পথের নাব্যতা বৃদ্ধি, পর্যাপ্ত মার্কা-বয়া-বাতি স্থাপন, নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, অ্যালাউন্স, বিদেশ ভাতা, মৃত্যুকালীন ক্ষতিপূরণ প্রদান, ফিশিং ট্রলার শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরির গেজেট অনুযায়ী গ্রেডিং করে এরিয়ারসহ বকেয়া বেতন-ভাতা প্রদান, ভারতগামী জাহাজ শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মাস্টার-ড্রাইভারসহ নৌযান শ্রমিকদের হয়রানি-নির্যাতন বন্ধ, বাংলাদেশ ও ভারতের কারাগারে আটক ১৬ জন নৌযান শ্রমিকের নিঃশর্ত মুক্তি।

বিডি প্রতিদিন/২৩ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর