২৪ জুলাই, ২০১৭ ১৩:১৮

খালেদার জামিন বাতিলের আবেদন করলো দুদক

অনলাইন ডেস্ক

খালেদার জামিন বাতিলের আবেদন করলো দুদক

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জামিন বাতিলের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এ আবেদন করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আদালত এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন।

এর আগে, বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় দুদকের আইনজীবী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। অন্যদিকে, খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া ও জিয়া উদ্দিন জিয়া বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশে গেছেন বলে মেডিকেল সাটিফিকেট দাখিল করেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।
 
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর