২৫ জুলাই, ২০১৭ ১২:৫১

ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

অনলাইন ডেস্ক

ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

ফাইল ছবি

অতি বৃষ্টিপাতের কারণে কক্সবাজারে ভূমিধসের ঘটনায় অন্তত ৪ জনের নিহত হয়েছেন। আবহাওয়া অধিদফতর ভূমিধসের আশঙ্কা প্রকাশ করে আজ জানিয়েছে, অতি ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কা অন্তত আরো একদিন থাকবে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। যে কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্ট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং কোথাও কোথাও অতি ভারী (৮৮ চেয়ে বেশি) বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকবে বুধবারও। এ সময় দিনে ও রাতের তাপমাত্রা অপরবর্তিত থাকবে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের এ প্রবণতা হ্রাস পেতে পারে। তখন তাপামাত্রাও বাড়বে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর