২৬ জুলাই, ২০১৭ ১৬:৩৫

'প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে'

অনলাইন ডেস্ক

'প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে'

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি শিক্ষার্থীর সংখ্যা শতকরা ৬০ ভাগে উন্নীত করার লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউট আব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) অনুষ্ঠিত কারিগরি ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ে আঞ্চলিক সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে একশ’টি করিগরি স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ চলছে। দ্বিতীয় প্রকল্পে আরও ৩৮৯টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে।

কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, কলম্বো প্লান স্টাফ কলেজের মহা পরিচালক রামহারি লামিচহানি ও ইঞ্জিনিয়ার একেএমএ হামিদ।

অনুষ্ঠানে পাপুয়া নিউগিনি, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, মিয়ানমার, মঙ্গোলিয়া ও সার্কভুক্ত ৮টি দেশসহ ১৭টি দেশের ২৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর