২৭ জুলাই, ২০১৭ ১৬:০৯

স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠন করা হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠন করা হবে: আইনমন্ত্রী

ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য পাবলিক প্রসিকিউশন সার্ভিসকে পর্যায়ক্রমে স্বাধীন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমি বলেছি জিপি (গভর্নমেন্ট প্রসিকিউটর), পিপির (পাবলিক প্রসিকিউটর) ব্যাপারে সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেটা হচ্ছে যে, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস হবে। 

তবে এটা পর্যায়ক্রমে করা হবে। এজন্য যে নিয়োগ দেয়া হবে তার দায়িত্বটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেয়া যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে।

তিনি আরও জানান, জেনারেল প্রসিকিউটর (জিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী জেনারেল প্রসিকিউটরের (এজিপি) বেতন-ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর