১৮ আগস্ট, ২০১৭ ১৪:৩৯

ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের প্রস্তুতি নিচ্ছে সরকার : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের প্রস্তুতি নিচ্ছে সরকার : আইনমন্ত্রী

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে এ  তথ্য জানিয়েছেন।

এসময় আনিসুল হক বলেন, পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। পড়ে দেখা হচ্ছে। আমরা রায়ের সঙ্গে একমত পোষণ করি না। কিন্তু রায়কে শ্রদ্ধা করি।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশিত হওয়ার পর সরকারের বিভিন্ন মন্ত্রী, ক্ষমতাসীন দলের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আপত্তিকর কথা যেগুলো এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক, যতক্ষণ পর্যন্ত উগ্র প্রতিক্রিয়ায়, কোনো ভাষায় আদালত অবমাননা না হয়। প্রতিক্রিয়া দেখানো অন্যায় নয়।


বিডি প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর