১৯ আগস্ট, ২০১৭ ২১:১০

'বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না'

অনলাইন ডেস্ক

'বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না'

ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। 

আজ শনিবার বিকেলে শোক দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু একটি অমর প্রতিষ্ঠান উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, তিনি (বঙ্গবন্ধু) সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। বাঙালির অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ। 

অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক এমদাদুল হক দাদন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন। 
 
বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর