২০ আগস্ট, ২০১৭ ১৬:৫৫

গ্যাটকো মামলা বাতিল চেয়ে আপিলের আদেশ সোমবার

অনলাইন ডেস্ক

গ্যাটকো মামলা বাতিল চেয়ে আপিলের আদেশ সোমবার

ফাইল ছবি

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা লিভ-টু আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে রায় দেবেন সর্বোচ্চ আদালত।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত বছরের ১০ মে মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, রাজধানীর কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদদ। মামলায় রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। পরের বছর খালেদা জিয়াসহ ২৪ জনের নামে চার্জশিট দেওয়া হয়।

বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর