২০ আগস্ট, ২০১৭ ২২:৪০

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস ২৯ আগস্ট থেকে

অনলাইন ডেস্ক

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস ২৯ আগস্ট থেকে

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ঈদ স্পেশাল সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে সার্ভিসটি।

রবিবার বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভিসটি আগামী ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৩ আগস্ট ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও গুলিস্তানের ফুলবাড়ীয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিআরটিসির অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছরই ঈদ স্পেশাল সার্ভিস দেয় বিআরটিসি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর