২৩ আগস্ট, ২০১৭ ১৬:২৬

রায়ের পর্যবেক্ষণ প্রত্যাহারের আহ্বান আমুর

অনলাইন ডেস্ক

রায়ের পর্যবেক্ষণ প্রত্যাহারের আহ্বান আমুর

ফাইল ছবি

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ে দেয়া পর্যবেক্ষণ প্রত্যাহার করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, পর্যবেক্ষণ প্রত্যাহার করা না হলে এটা নিয়ে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়ভার আপনাকেই (প্রধান বিচারপতি) গ্রহণ করতে হবে। 

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে (একাংশ)’র সভাপতি সাবান মাহমুদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।


বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর