১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৩৫

উপজেলা পর্যায়ে বুধবার শুরু হচ্ছে খোলা বাজারে চাল বিক্রি

অনলাইন ডেস্ক

উপজেলা পর্যায়ে বুধবার শুরু হচ্ছে খোলা বাজারে চাল বিক্রি

ফাইল ছবি

চালের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করে বুধবার থেকে দেশের সব উপজেলা পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আজ মঙ্গলবার চালকল মালিক, আমদানিকারক, আড়ৎদার, পাইকারী ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে সভার পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে চালের দাম বেড়েছে। তবে সরকারি খাত পূরণে যথেষ্ট মজুদ আছে। বুধবার থেকে উপজেলা পর্যায়ে ওএমএস চালু করা হবে। এজন্য খাদ্যবান্ধব কর্মসূচি আপাতত স্থগিত থাকবে। আশা করছি এর প্রভাব বাজারে পড়বে, চালের দাম কমতে শুরু করবে।

মঙ্গলবার চালখাতের সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে সভা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।

সাংবদিকদের উপস্থিতেতে সোয়া দুই ঘণ্টা আলোচনার পর চাল ব্যবসায়ীদের তোফায়েল আহমেদ বলেন, 'বাধা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।

এরপর চাল ব্যবসায়ীরাও বুধবার থেকেই চালের দাম কমানোর ঘোষণা দেন।

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর