১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:০৬

'সিপিএ সম্মেলন গণতন্ত্র-আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ'

অনলাইন ডেস্ক

'সিপিএ সম্মেলন গণতন্ত্র-আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ'

ফাইল ছবি

ঢাকায় অনুষ্ঠেয় ৬৩তম (সিপিএ) সম্মেলন কমনওয়েলথভুক্ত দেশসমূহে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

 
মঙ্গলবার সিপিএ-এর আসন্ন এ সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে সংসদ ভবন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় সিপিএ’র সেক্রেটারি জেনারেল আকবর খান, চিফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
 
স্পিকার বলেন, ইন্টার পার্লমেন্টারিয়ান ইউনিয়নের (আইপিউ) সফল সম্মেলনের পর বাংলাদেশে অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) এ সম্মেলন আরও সফলভাবে আয়োজনে সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে। 
 
আগামী ১ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের ১৮০টি জাতীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার সংসদ সদস্য এবং অন্যান্য প্রতিনিধিসহ প্রায় ৬ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণও সম্মেলনে অংশ নিবেন। 
 
আগামী ৫ নভেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্মেলনের ভাইসপ্যাট্রন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘কন্টিনিউয়িং টু এ্যানহান্স দ্যা হাই স্ট্যান্ডার্ড অব পারফরম্যান্স অব পার্লামেন্টারিয়ানস’। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এ সম্মেলনে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। 
 
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর