২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৪৬

ওয়াশিংটনেও জরুরি ফাইলে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী

শাবান মাহমুদ ও রুহুল আমিন রাসেল, ওয়াশিংটন ডিসি থেকে:

ওয়াশিংটনেও জরুরি ফাইলে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

জাতিসংঘের ৭২ তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ওয়াশিংটনে পুত্র সজিব ওয়াজেদ জয়ের কাছে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু জরুরি ফাইলপত্রে ডিজিটালি স্বাক্ষর করছেন। 

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটনে থাকা তার সফরসঙ্গীদের একাটি সূত্র এই তথ্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থানকালেই জরুরি সব ইলেক্ট্রোনিক ফাইল (ই-ফাইল) প্রেরণের জন্য তাঁর কার্যালয়কে নির্দেশনা দেন। পরে কর্মকর্তারা ই-মেইলের মাধ্যমে জরুরি ই-ফাইলগুলো ওয়াশিংটনে প্রেরণ করেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২ তম সভায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে শুক্রবার বিকেলে দেশের উদ্দেশে যাত্রা করে লন্ডন হয়ে ২ অক্টোবর ঢাকায় পৌঁছবেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২ তম সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান।

বিডিপ্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর