২৪ সেপ্টেম্বর, ২০১৭ ২১:২৪

'রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অবস্থান এখনও পরিষ্কার নয়'

শফিক আজাদ, উখিয়া(কক্সবাজার)

'রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অবস্থান এখনও পরিষ্কার নয়'

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ইতিমধ্যে সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে দেওয়া প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের অবস্থান এখনো পরিষ্কার নয়। এ কারণে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের এখনও বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে।
 
রবিবার বিকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ৬শ' টয়লেট ও ৬শ' টিউবওয়েল স্থাপনের কাজের উদ্ভোধন কালে মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা শরণাথীদের মধ্যে ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার থেকে সেনাবাহিনী পুরোদমে কাজ শুরু করেছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি। 
 
এসময় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতা ছাড়াও কক্সবাজার জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর