১৭ অক্টোবর, ২০১৭ ১৬:৩৫

পরোয়ানা হাতে পাওয়ার পর খালেদার বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

পরোয়ানা হাতে পাওয়ার পর খালেদার বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

আদালতের জারি করা গ্রেফতার পরোয়ানা হাতে পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার বাংলা একাডেমিতে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে দেশের কয়েকটি আদালতের গ্রেফতারি পরোয়ানার জারির মধ্যে আগামীকাল বুধবার লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তার। এমন প্রেক্ষাপটে দেশে পা রেখেই খালেদা জিয়া গ্রেফতার হতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

এদিকে, আগামী ২৩ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার যাওয়ার কথা থাকলেও সেই সূচি এখনও চূড়ান্ত হয়নি বলেও এদনি জানান আসাদুজ্জামান খাঁন কামাল। 

তিনি বলেন, ‘মিয়ানমারের আমন্ত্রণে আমরা যাব। তবে কবে যাব সেটি এখনও ঠিক হয়নি। মিয়ানমার যেদিন সময় ঠিক করবে, সেদিনই যাব।’

বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর