২১ অক্টোবর, ২০১৭ ০৮:২০

নদীবন্দর সমূহে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

অনলাইন প্রতিবেদক

নদীবন্দর সমূহে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের ১৯ জেলার নদীবন্দর সমূহে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব /পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে।


বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর